অটো প্লে বন্ধ করুন


ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারে যেকোনো পেনড্রাইভ বা সিডি প্রবেশ করালে সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। সাধারণত এই স্বয়ংক্রিয় চালু হওয়ার ব্যবস্থা (অটো প্লে) বন্ধ থাকাটা ভালো।
পেনড্রাইভ বা সিডিতে ভাইরাস থাকলে অটো প্লে হলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বেড়ে যেতে পারে। তাই অটো প্লে ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ থাকা ভালো। অটো প্লে ব্যবস্থাটি বন্ধ রাখতে Start-এ ক্লিক করে Run-এ যান। সেখানে gpedit.msc লিখে OK করুন। 
এবার Group Policy খুলবে। সেখানে Computer Configuration-এ Administrative templates-এ ক্লিক করে System-এ দুবার ক্লিক করুন। এবার আসবে turn off auto play অপশন। এখানেও দুবার ক্লিক করুন। এবার Enable নির্বাচন করে turn off auto play on-এ All drive নির্বাচন
করে Apply করে OK করে বেরিয়ে আসুন। তাহলেই বন্ধ হয়ে যাবে আপনার কম্পিউটারের অটো প্লে।

No comments:

Post a Comment

Thank You For visit my site.........

Note: Only a member of this blog may post a comment.