পেনড্রাইভকে রাখুন ফোল্ডার হিসেবে

কম্পিউটারে পেনড্রাইভ বা ইউএসবি ড্রাইভ অন্যরা যাতে ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন। এ জন্য আপনি পেনড্রাইভকে লুকিয়ে রাখতে পারেন। পেনড্রাইভকে ফোল্ডার হিসেবে দেখিয়ে কাজটি করতে পারবেন। এ জন্য প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন। তবে আপনি যে ড্রাইভে পেনড্রাইভকে ফোল্ডার বানিয়ে রাখবেন, সেটা যেন একই ফরম্যাটের (যেমন এনটিএফএস, ফ্যাট-৩২ ইত্যাদি) হয়।
ধরুন, আপনি কম্পিউটারের D:\ ড্রাইভে
পেনড্রাইভকে লুকিয়ে রাখতে চান, তাহলে D:\ ড্রাইভে যেকোনো নাম দিয়ে একটি ফোল্ডার খুলুন। এখন Start/ run-এ গিয়ে diskmgmt.msc লিখে এন্টার চাপুন। এখানে আপনার কম্পিউটারের সব ড্রাইভের তালিকা দেখা যাবে। ধরুন, আপনার ইউএসবি ড্রাইভটি L:\ ড্রাইভে রয়েছে, তাহলে ডান ক্লিক দিয়ে Change Drive Letter and Paths অপশনে যান, এরপর Change Drive Letter and Paths for L:\ লেখা বক্স আসবে। এখন Add বাটনে ক্লিক করে Mount into the following empty NTFS folder অপশন থেকে Browse করে ড্রাইভে আপনার তৈরি করা ফোল্ডারটি দেখিয়ে Ok করুন। এখন L:/ ড্রাইভটি মুছে ফেলতে L:\ ড্রাইভ নির্বাচন করে Remove করুন। এর পর থেকে কম্পিউটারের ইউএসবি ড্রাইভে কিছু সংযোগ করলে তা L:/ ড্রাইভে দেখাবে না, ফলে অনেকেই ইউএসবির অবস্থান বুঝতে পারবে না। D:\ ড্রাইভে থাকা ফোল্ডার থেকে ইউএসবি ড্রাইভের কাজ করা যাবে।

No comments:

Post a Comment

Thank You For visit my site.........

Note: Only a member of this blog may post a comment.