আর কষ্ট করে বই পড়তে হবে না এবার বই আপনাকে পড়ে সুনাবে !!!

আমরা অনেকেই আছি যারা মোটামুটি বই পড়তে ভালবাসি ।

আর এখন android ফোন এর কল্লানে আপনি যেকোনো বই ডাউনলোড করে পড়তে পারেন ।

আজ যে ট্রিক্স টার কথা বলছি আসা করি এত্তক্ষনে বুজতে পারছেন ।

আজ আমি আপনাদের সাথে এমন এক্তি সফটওয়্যার শেয়ার করব জা দিয়ে আপনি আপনার ।

android ফোন দিয়ে pdf book ওপেন করে হেড ফোন দিয়ে পুরো বই সুনতে পারবেন ।

এছারাও বইটি সোনার সময় আপনি ইচ্ছামতো সাউন্ড এর স্পিড কমিয়ে বারিয়ে নিতে পারবেন ।

এছারাও কণ্ঠ পরিবর্তন করেও সুনতে পারবেন ।

এই সিস্টেমে বই পড়ে সোনার সবচেয়ে আসল সুবিধা হল,যারা ইংলিশ স্পীকিং কোর্স করে তাদের ।

কারন সোনার সময় আপনি স্পিড কমিয়ে কিভাবে শব্দ গুল উচ্চারন করে টা ভালভাবে বুজতে পারবেন ।

আশা করি সফটওয়্যার টা ডাউনলোড করে আপনি সহজেই বুজতে পারবেন ।

তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টা ডাউনলোড করে নিন ।

এই সফটওয়্যার টির দাম 4.99$ এটি গুগল প্লে স্টোর থেকে ইছহা করলে টাকা দিয়ে ডাউনলোড করতে পারেন ।

আর যাদের টাকা নেই তারা নিচের লিঙ্ক থেকে ফ্রী ডাউনলোড করে নিন ।

Download Moon+ Reader Pro.apk

কোন সমস্যা হলে কমেন্ট করবেন ।

বিনামূল্যে ফোন করুন ফেসবুকের নতুন অ্যাপ দিয়ে

নতুন অ্যাপ আনছে সোশ্যাল নেটওয়ার্টিং সাইট ফেসবুক৷ তাদের নতুন এই অ্যাপের নাম হ্যালো৷ নতুন এই অ্যাপের মাধ্যমে বিনা কল চার্জেই কল করতে পারবেন বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, ওয়াইফাই ব্যবহার করে এই অ্যাপের সাহায্যে ফ্রিতে কল করতে পারবেন ব্যবহারকারী৷

ফেসবুকের তরফে জানানো হয়েছে, এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারী আরও অনেক সহজে ওয়াইফাইকে ব্যবহার করে বিনামূল্যে কল করার সুযোগ পাবেন৷ পাশাপাশি এই অ্যাপের সাহায্যে আপনি যাকে ফোন করছেন তার লোকেশনও জানতে পারবেন ব্যবহারকারী ৷

এছাড়া কল ব্নক করার সুবিধাও থাকবে নয়া এই অ্যাপে৷ কেবলমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ৷

অরিজিনাল এপস এর ডাউনলোড লিঙ্ক আর বিস্তারিত নিচের লিংক এ

Facebook Hello Download link Download Now

এখন খুব সহজেই খুলে ফেলুন ফেইসবুক ফটো ভেরিফিকেশন লক

সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। তো বেশি কথা না বলে কাজের কথাই আসি -

আমাদের বর্তমানে ফেসবুক আইডি নেই এরকম লোক কমই আছে আর এই ফেসবুক চালানোর মাঝে বিশাল সমস্যা ফটো বেরিফিকেশন আর এজন্য আমাদের সাধের আইডি গুলা বাদ দিতে হয়।

আর এই সমস্যাই পড়লে সমাধান দিব আজ যেটা একদম সহজ এবং ১০০% আইডি ছেড়ে যাবে ।

যেভাবে লক খুলবেন ফটো ভেরিফিকেশন করেঃ
প্রয়োজনীয় উপকরণঃ (১)
একটি সাদা খাতা (২)

একটি কলম যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। ধরুন ধানের ক্ষেতে পাখির একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন ""ধানের ক্ষেতে পাখি""। এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন। কোনটাতে ওকে দিবেন না। কমপক্ষে ত্রিশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন ।

এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে দেখুন । প্রথমবার "ধানের ক্ষেতে পাখি"র নিচে যে নামগুলা ছিলো পরের বারের গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি। (প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) আইডি খুলে গেলে দুই রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহর প্রতি কৃতগ্গতা প্রকাশ করতে ভুলবেন না ।

ধরে নিলাম আপনার Device OTG Supported..... এবার Details শুনা যাক এই বেপারে।

ধরে নিলাম আপনার Device OTG Supported..... এবার Details শুনা যাক এই বেপারে।

------------- Full Details************

সাধারণত OTG শব্দের পূর্ণ রূপ হল “On The
Go” । অর্থাৎ USB on the go অথবা OTG এর
মানে হল আপনি আপনার ডিভাইসটিকে ইউএসবি
হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে
বিভিন্ন ইউএসবি ডিভাইস সংযুক্ত করতে পারবেন।
এছাড়াও OTG কে আরো অনেক ভাবে
ব্যবহার করা যায়।
সর্ব প্রথম OTG কেবল প্রথম দেখা যায়
BlackBerry Device গুলো তে, সাধারণত ডাটা
ট্রান্সফার এর জন্য। দুটি OTG সাপোর্টেড
ডিভাইসের একটিকে আরেকটির সাথে যুক্ত
করে অনেক ধরণের কাজ করা হত ওই সময়।
তবে সময়ের সাথে OTG ধারণা এবং এর
কার্যক্ষমতা আরও ব্যাপকভাবে বাড়ানো
হলো। বিশেষ করে Android ভার্সন 3.1 এর
পর OTG Supported ডিভাইস বের করা হলে
OTG গ্রাহক পর্যায়ে দারুণ সাড়া ফেলে।
তবে সব ডিভাইসে কিন্তু OTG সাপোর্ট
করেনা। কারণ কিছু এন্ড্রয়েড ডিভাইসের
প্রসেসর এবং কার্নেল OTG সাপোর্ট করেনা
ফলে ওই সব ডিভাইসে OTG সাপোর্ট নেয়া
সম্ভব নয়। তবে কিছু পুরোনো ডিভাইসে ভাল
হার্ডওয়ার থাকলে এখন Root করার পর সেগুলি
একটু Customize করে OTG Supported করা
যাচ্ছে ( যেমন – Galaxy S 2 )।
আপনার যদি OTG সাপোর্টেড ডিভাইসের
থাকে তবে আপনি অনেক কাজ পিসি ছাড়াই
করতে পারবেন। OTG সাপোর্ট থাকার কারণে
আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার
ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠানো
যাবে। এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি
স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে
যুক্ত করা যায়।
এবার চলুন OTG দিয়ে আপনি কি কি কাজ
করতে পারবেন জেনে নিই-
হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন
ব্যবহার রয়েছে। যেমন স্মার্টফোন এবং
ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট
থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-
বোর্ড, মাউস, হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ
ইত্যাদি যুক্ত করতে পারবেন। আপনার
ফোনেই আপনি ডিশ এবং টিভি দেখতে
পারবেন। আপনি যদি আপনার স্মার্টফোন বা
ট্যাবলেটের সাথে কোন প্রকার
স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা
ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চান তাও পারবেন।
তবে এক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপ
ব্যবহার করতে হবে, যেমন – USB Host
Controller
OTG সুবিধা পেতে হলে আপনার প্রয়োজন
হবে একটি ভাল OTG ক্যাবলের। বর্তমানে
বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস
দোকানে এই OTG ক্যাবল পাওয়া যায়।

ঘরে বসে আয় করার পদ্ধতি 100% Safe

ঘরে বসে আয় করার অনেক পদ্ধতি রয়েছে।

আমি আমার ধারাবহিক টিউনে সবগুলো পদ্ধতি সম্পর্কে আলোচনা করাব।

আশাকরি টিপসটিউন এর সাথেই থাকবেন।

আমার আজকের টিউনটি হচ্ছে ডাটা টাইপিং সম্পর্কে। যারা ফ্রিল্যান্স ও আউটসোসিংয়ে কাজ করেন তারা এ সম্পর্কে অনেক অভিজ্ঞ।

আমি নিজেও অনেক সাইটে কাজ করেছি যেমন: Freenlancer, Elence, Odesk, CapthcaTypers, kolotibablo etc

আমার মোটেও ভালো লাগেনি এই সাইটগুলো। আমি চেয়েছি আরো সহজ পদ্ধতিতে কাজ করতে এবং অল্প এমাউন্ট যেন উইথড্রো করতে পারি

অবশেষে আমার পছন্দমত একটা সাইট পেলাম।

সাইটটির বৈশিষ্ট্য:

1. Speed : স্পীড ভালো খুবই তাড়াতাড়ি কেপচা আসে।

2. Skip button: আপনি যে কেপচা বুঝবেন না সেটা skip দিতে পারবেন অন্য আরেকটা আসবে।

3. Error notification: আপনি যদি ভুল টাইপ করেন অটোমেটিক দেখাবে Error তারপর আপনি সঠিকটা টাইপ করতে পারবেন।

4. No Minimum withdraw  via PAYZA: যেকোন পরিমান হলেই টাকা  উঠাতে পারবেন Payza দিয়ে।

ছবিটি দেখুন:

5. একটানা টাইপকরলে বোনাস দেবে।

6. এটা ভেরিফাইড ওয়েবসাইট তাই টাকা অবশ্যই পাবেন।

আপনাকে কিছুই করতে হবে না শুধু ফ্রীতে রেজিষ্ট্রেশন করেই কাজ শুরু করতে পারবেন।  তো আর দেরি করবেন না। এখনি রেজিষ্ট্রেশন করুন।

STEP 1 : Click here to Registration=  Click Here

1000 Captcha upto 1$ সময় লাগে 1 ঘন্টা মাত্র। তবে এটা Bid এর উপর নির্ভর করে। আপনি কাজ করার আগে হোমপেজে দেখে নিন। আজ 1000 ক্যাপচা কত টাকা।

রেজিষ্ট্রেশন করে নিচের চিত্রগুলো ফলো করেন:

STEP 2. Start work e click করেন

STEP 3 . Start e click করেন

STEP 4. Captcha টাইপ করে Keyboard এর ”Enter” চাপুন  Mobile দিয়ে “Send” button Click করুন।

উপরে আপনি এখন কত ডলারের কাজ করছেন কয়টা টাইপ করেছ শো করবে।

নিচে একটা সবুজ দাগ কমতে থাকবে এটা আপনার  প্রতি ক্যাপচা টাউম আপনার দেরি হলে যে কোন অক্ষর টাউপ করলে চলবে।

আপনি একটু বিরতি নিলে বা বিশ্রাম নিতে চাইলে Stop এ ক্লিক করুন ফিরে এসে Start এ ক্লিক করে আবার কাজ শুরু করেন।

এর পরেও কারো কোন রকম সমস্যা থাকলে আমাকে জানান।

http://2captcha.com/?from=988853

জিপিতে ২৫০ Mb মাত্র ২৫ টাকায়

আগেই বলে রাখি সবাই কিন্তু পাবেন না, তবুও চেষ্টা করলে দোষ কি ?
ফাটাফাটি ইন্টারনেট অফার।এখন পুরো সপ্তাহ জুড়ে ৫০০ MB ফেসবুক ও ২৫০ MB ইন্টারনেট পাচ্ছেন মাত্র ২৫টাকায়। আক্টিভেট করতে এখনই ডায়াল করুন *500*76#

আপনার ইন্টারনেট ব্রাউজিং স্পিড ডাবল যে ফায়ারফক্স 3 হ্যাক

আপনার ইন্টারনেট ব্রাউজিং স্পিড ডাবল যে ফায়ারফক্স 3 হ্যাক
ফায়ারফক্স উপস্থিত RAM-র স্মৃতি বাগ সম্পর্কে অভিযোগ আছে অনেক মানুষ আছে. সরাসরি তা পেতে দেয়. এটি একটি বাগ না. এটি ক্যাশে বৈশিষ্ট্য অংশ. এই 'বৈশিষ্ট্য' পৃষ্ঠার একটি ট্যাবযুক্ত পরিবেশের মধ্যে ক্যাশে করা হয়.
(গবেষণা সমস্ত পাতা navigations 39% সাধারণত ব্যাক বোতাম ব্যবহার করে, কম 10 পৃষ্ঠাগুলি আগে পরিদর্শন পৃষ্ঠাসমূহ renavigations যে দেখান) নেভিগেট যখন কর্ম ক্ষমতায় উন্নতি, ফায়ারফক্স শেষ পাঁচটি সেশনের জন্য অনুষ্ঠিত ডকুমেন্ট অপরিবর্তিত একটি পিছনে এগিয়ে ক্যাশে কার্যকরী প্রতিটি ট্যাব ইতিহাস এন্ট্রি.
এই তথ্য অনেক. আপনি কি টি ট্যাব অনেক থাকে, তাহলে ফায়ারফক্স এর উপস্থিত RAM-র মেমরির ব্যবহার নাটকীয়ভাবে আরোহণ করতে পারেন. এটি একটি ট্রেড বন্ধ আছে. আপনি ওয়েব নেভিগেট কি আপনি এটা খুঁজে পেতে দ্রুত কর্মক্ষমতা হয়.
যতদিন সম্ভব মেমরির ব্যবহার ড্রপ এবং যা ফায়ারফক্স লোড সাইট এ গতি বৃদ্ধি: এখন আমাদের অনেক "কনফিগ সম্পর্কে" সেটিং নিপূণভাবে কিভাবে 'গোপন' পাওয়া গিয়েছে. এই কাজ কিভাবে এটি পড়ুন.
মনে রাখবেন: ফায়ারফক্স (এখানে এটা ডাউনলোড) পাওয়া শ্রেষ্ঠ ইন্টারনেট ব্রাউজার (আমার মতে), এবং নীচের এই tweaks এটি এমনকি অধিক এবং দ্রুত করা হবে. সুতরাং উপভোগ করেন!
উপস্থিত RAM-র ফায়ারফক্স পরিমাণ কমাতে এটি ক্যাশে বৈশিষ্ট্যের জন্য ব্যবহার করে
এটা কিভাবে এখানে:
1. টাইপ “about:config” ব্রাউজারে adress বারে (কোন মূল্য উদ্ধৃতি).
2. "Browser.sessionhistory.max_total_viewer" খুঁজুন
3. "0" তা এর মান নির্ধারণ করা; (শূন্য)
ফায়ারফক্স পৃষ্ঠাগুলি লোড করা যা গতি বাড়ান
1. “about:config” টাইপ ঠিকানা দণ্ড ও আঘাত মধ্যে লিখুন.
(সাধারণত ব্রাউজার একটি সময়ে একটি ওয়েব পাতা থেকে এক অনুরোধ করা হবে. আপনি এটি পাইপলাইনিং সত্যিই পৃষ্ঠা লোড করা দ্রুত সম্পন্ন করা, যা একযোগে একাধিক করতে হবে সক্রিয় করা হয় না.)
2. নিম্নরূপ এন্ট্রি পরিবর্তন:
"সত্য" থেকে "network.http.pipelining" সেট করুন
"সত্য" থেকে "network.http.proxy.pipelining" সেট করুন
10 মত কিছু নম্বর থেকে "network.http.pipelining.maxrequests" সেট করুন.
এটি একযোগে 10 অনুরোধ করা হবে না.
3. অবশেষে, যে কোন স্থানে রাইট ক্লিক করুন এবং নতুন> পূর্ণসংখ্যার নির্বাচন করুন. এটি "nglayout.initialpaint.delay" নাম ও "0" আপনি তার মান নির্ধারণ করা;. (শূন্য)
এই মান তার প্রাপ্ত তথ্যের উপর কাজ করে আগে ব্রাউজার অপেক্ষা সময় পরিমাণ. আপনি একটি ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করছেন যদি আপনি দ্রুত এখন পেজ লোড করব.
বিকল্প (এমনকি দ্রুত ওয়েব ব্রাউজিং এর জন্য 

স্ক্রিনশট নিন সহজেই


ইন্টারনেট ব্যবহারের সময় অনেক সময় আমাদের বিভিন্ন ওয়েবপাতার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে সহজেই ওয়েবপাতার স্ক্রিনশট নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘স্ক্রিন গ্র্যাব’ নামের একটি অ্যাড-অনস।
অ্যাড-অনটি http://tnyme.com/c ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন যে ওয়েবপাতার স্ক্রিনশট নিতে চান, সেখানে যান। মাউসের ডান ক্লিক করে Screengrab!/save অপশনে যান।


সম্পূর্ণ ওয়েবপেজের স্ক্রিনশট নিলে Screengrab!/save/complete webpage frame অপশনে যেতে হবে, ওয়েবপাতার যতটুকু অংশ দেখা যাচ্ছে, ততটুকু অংশের স্ক্রিনশটের জন্য Screengrab!/save/visible portion অপশন নির্বাচন করতে হবে। আর যদি আপনি শুধু ওয়েবপেজের নির্দিষ্ট অংশ নির্বাচন করতে চান, তাহলে Screengrab!/save/selection অপশনে গিয়ে ওয়েবপেজের নির্দিষ্ট অংশ নির্বাচিত করে নিন। স্ক্রিনশট নির্বাচন করার পর ফাইলটি কোথায় সেভ করে রাখবেন তা ঠিক করে নিন। ফাইলগুলো JPG অথবা png ফরম্যাটে সেভ করে রাখা যাবে।

ফাইলনামানোর গতি বাড়িয়ে নিন (Download)

ইন্টারনেট থেকে যেকোনো ফাইল নামানোর ক্ষেত্রে (ডাউনলোড) অনেকেই ব্যবহার করেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আইডিএম) সফটওয়্যার। এটি ব্যবহার করে দ্রুত গতিতে ফাইল নামানো যায়। সফটওয়্যারটি নামানো যাবে http://goo.gl/nHtM ঠিকানা থেকে। আইডিএমের সেটিংসের কনফিগার ঠিকভাবে করতে পারলে এটি অনেক ভালো গতি দেবে। এর আটটি ডিফল্ট কানেকশন পোর্ট একসঙ্গে কাজ করে ফাইল নামিয়ে থাকে। ডিফল্ট কানেকশন ১৬ সেট করে যেকোনো ফাইল নামানোর গতি অনেক বাড়ানো যাবে।
এ জন্য আইডিএম কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Downloads মেনু থেকে Option-এ ক্লিক করে খুলুন।
এবার Connection ট্যাব select করে Connection Type/Speed এর বক্সে Other নির্বাচন করে পাশের ঘরে ১০০০০০ লিখুন। Default max. conn. number এর বক্সে ১৬ নির্বাচন করে OK করুন।
এবার Start menu থেকে Run select করে এখানে regedit লিখে Enter চাপুন। এবার HKEY_CURRENT_USER থেকে Software থেকে Download Manager খুঁজে নিন। এখানে Connection Speed-এ দুবার ক্লিক করে খুলুন। Value data বক্সে ১০০০০০০০ লিখে Base-এ Decimal select করে OK চাপুন। এখন যেকোনো ডাউনলোড স্পিড দেখবেন অনেক দ্রুত হবে !

ব্রডব্যান্ড থেকেই তৈরি করুন ওয়াইফাই

আপনার ল্যাপটপে থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকেই তৈরি করতে পারেন তারহীন দ্রতগতির ওয়াইফাই সংযোগএর ফলে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা পেতে পারেন এবং সেটি কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা ট্যাবলেটেও ব্যবহার করতে পারেনব্রডব্যান্ড থেকে ওয়াইফাই-সুবিধা তৈরি করতে চাইলে
http://biblprog.org.ua/en/connectify ঠিকানা থেকে Connectify_Hotspot নামের সফটওয়্যারটি নামিয়ে নিনইনস্টল করে নিন নিজের ল্যাপটপেতারপর ল্যাপটপটির আশপাশে অন্য একটি ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে ব্যবহার করুন তারবিহীন ওয়াইফাই ইন্টারনেটসেবাএ ক্ষেত্রে যে ল্যাপটপে ব্রডব্যান্ড সংযোগ আছে, সেটি একটি রাউটার হিসেবে কাজ করবেসফটওয়্যারটি ইনস্টল করার পর অন্য ল্যাপটপ ও মোবাইলে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য একটি গোপন নম্বর (পাসওয়ার্ড) চাইবে, যা অ্যাডমিন হিসেবে আপনাকে বসাতে হবে ও কানেক্ট বোতামে ক্লিক করতে হবে 
ক্ষেত্রে পছন্দসই একটি গোপন নম্বর দিনএ গোপন নম্বরটি মনে

রাখুন ওয়াইফাই সংযোগ থেকে ইন্টারনেট সংযোগ পেতে চাইলে অবশ্যই এ গোপন নম্বরটি লাগবেএবার উপভোগ করুন ওয়াইফাই ইন্টারনেট সেবাডেস্কটপে এই ব্যবস্থা করতে গেলে অবশ্যই ওয়াইফাই যন্ত্র লাগবে

ক্যালকুলেটর বানান নোটপ্যাডে


সহজে যেকোনো সাধারণ হিসাবের জন্য ক্যালকুলেটর বানিয়ে নেওয়া যায় নোটপ্যাডে ব্যাচ প্রোগ্রামিং কোড লিখে। নিচের সংকেতটি হুবহু নোটপ্যাডে লিখে File থেকে Save As-এ ক্লিক করে ফাইলটি calc.bat নামে সেভ করুন। এরপর ফাইলটিতে দুই ক্লিক করলে ডস মোডে ক্যালকুলেটর চালু হয়ে যাবে।
@echo off
title M21Calculator
color 11
:top
echo.
echo This Simple Calculator
echo.
echo.
echo.
echo Please Enter Your Operand Here:
echo.


echo.
set /p sum=
set /a ans=%sum%
echo.
echo = %ans%
echo.
echo.
pause
cls
echo Previous Answer: %ans%
goto top
pause

পাসওয়ার্ড না জেনেও পাসওয়ার্ডযুক্ত কম্পিউটার খোলা

আপনার কম্পিউটারে নতুন অ্যাকাউন্ট খোলার পর Administrator অ্যাকাউন্টটি আর দেখা যাবেনা । এরপর আপনার নতুন অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড সংযুক্ত করলেন । এমতাবস্থায় পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন ? যদি Administrator অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড না দেওয়া থাকে , তাহলে এর সমাধান আছে । কম্পিউটারে পাওয়ার অন করার পর যখন পাসওয়ার্ড উইন্ডোটি আসবে , তখন control alter চেপে ধরে delete বাটনটি ২ বার চাপুন ।
এরপর নতুন একটি উইন্ডো আসবে । এখানে অ্যাকাউন্ট নাম হিসেবে Administrator লিখুন এবং পাসওয়ার্ড ঘরটি ফাঁকা রেখে enter বাটনটি চাপুন । ইনশাল্লাহ কম্পিউটারটি ওপেন হবে । পোস্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন ।

অটো প্লে বন্ধ করুন


ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটারে যেকোনো পেনড্রাইভ বা সিডি প্রবেশ করালে সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। সাধারণত এই স্বয়ংক্রিয় চালু হওয়ার ব্যবস্থা (অটো প্লে) বন্ধ থাকাটা ভালো।
পেনড্রাইভ বা সিডিতে ভাইরাস থাকলে অটো প্লে হলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বেড়ে যেতে পারে। তাই অটো প্লে ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ থাকা ভালো। অটো প্লে ব্যবস্থাটি বন্ধ রাখতে Start-এ ক্লিক করে Run-এ যান। সেখানে gpedit.msc লিখে OK করুন। 
এবার Group Policy খুলবে। সেখানে Computer Configuration-এ Administrative templates-এ ক্লিক করে System-এ দুবার ক্লিক করুন। এবার আসবে turn off auto play অপশন। এখানেও দুবার ক্লিক করুন। এবার Enable নির্বাচন করে turn off auto play on-এ All drive নির্বাচন
করে Apply করে OK করে বেরিয়ে আসুন। তাহলেই বন্ধ হয়ে যাবে আপনার কম্পিউটারের অটো প্লে।

পেনড্রাইভকে রাখুন ফোল্ডার হিসেবে

কম্পিউটারে পেনড্রাইভ বা ইউএসবি ড্রাইভ অন্যরা যাতে ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন। এ জন্য আপনি পেনড্রাইভকে লুকিয়ে রাখতে পারেন। পেনড্রাইভকে ফোল্ডার হিসেবে দেখিয়ে কাজটি করতে পারবেন। এ জন্য প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন। তবে আপনি যে ড্রাইভে পেনড্রাইভকে ফোল্ডার বানিয়ে রাখবেন, সেটা যেন একই ফরম্যাটের (যেমন এনটিএফএস, ফ্যাট-৩২ ইত্যাদি) হয়।
ধরুন, আপনি কম্পিউটারের D:\ ড্রাইভে
পেনড্রাইভকে লুকিয়ে রাখতে চান, তাহলে D:\ ড্রাইভে যেকোনো নাম দিয়ে একটি ফোল্ডার খুলুন। এখন Start/ run-এ গিয়ে diskmgmt.msc লিখে এন্টার চাপুন। এখানে আপনার কম্পিউটারের সব ড্রাইভের তালিকা দেখা যাবে। ধরুন, আপনার ইউএসবি ড্রাইভটি L:\ ড্রাইভে রয়েছে, তাহলে ডান ক্লিক দিয়ে Change Drive Letter and Paths অপশনে যান, এরপর Change Drive Letter and Paths for L:\ লেখা বক্স আসবে। এখন Add বাটনে ক্লিক করে Mount into the following empty NTFS folder অপশন থেকে Browse করে ড্রাইভে আপনার তৈরি করা ফোল্ডারটি দেখিয়ে Ok করুন। এখন L:/ ড্রাইভটি মুছে ফেলতে L:\ ড্রাইভ নির্বাচন করে Remove করুন। এর পর থেকে কম্পিউটারের ইউএসবি ড্রাইভে কিছু সংযোগ করলে তা L:/ ড্রাইভে দেখাবে না, ফলে অনেকেই ইউএসবির অবস্থান বুঝতে পারবে না। D:\ ড্রাইভে থাকা ফোল্ডার থেকে ইউএসবি ড্রাইভের কাজ করা যাবে।

ল্যাপটপে কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেছে?

অনেক সময় বিভিন্ন কারণে ল্যাপটপের কি-বোর্ডের এক বা একাধিক বোতাম (বাটন) নষ্ট হয়ে যায় তখন অনেক সমস্যায় পড়তে হয় যেমন, কারও -মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কি-বোর্ডের a বাটনটি যদি নষ্ট হয়ে যায়, তবে কি-বোর্ড থেকে a লেখা যায় না তখন কম্পিউটারের অন-স্ক্রিন কি-বোর্ডটি খুলে কাজ করতে হয় কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং অনেক বিরক্ত লাগে ছাড়া ল্যাপটপের সঙ্গে আলাদা কি-বোর্ড যুক্ত করে ব্যবহার করতে হয় তবে আপনি চাইলে ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন
শার্প-কি নামের ছোট একটি সফটওয়্যার ইনস্টল করে ল্যাপটপের কি-বোর্ডের বাটনগুলো পরিবর্তন করে ফেলতে পারেন যেমন ধরুন, আপনার কি-বোর্ডের a বাটনটি নষ্ট আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বাটনকে (যেটি সব সময় কাজে লাগে না বা যে বাটনটি কি-বোর্ডে একাধিক আছে) a বাটনে রূপান্তর করতে পারেন শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key- কোনো কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং To তে শুধু নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ওকে করুন
তাহলে অন্য কি-টি a কি-তে রূপান্তরিত হবে অর্থা ওই কি-টি চেপে a লেখা যাবে
মাত্র 23 কিলোবাইটের শার্প-কি সফটওয়্যারটি http://abcomputertips.blogspot.com/2013/03/sharpkeys.html ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন